“কীভাবে প্রীতি নিখোঁজ হয়েছেন বা নারায়ণগঞ্জে পৌঁছেছেন, সেটি এখনও স্পষ্ট নয়।”
Published : 30 May 2024, 01:48 PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারে বেরিয়ে নিখোঁজ হওয়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকারকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলাম।
উদ্ধার প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তার (৩৫) বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসিন্দা।
ওসি আসাদুল বলেন,মঙ্গলবার দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর গ্রামে ভোটের প্রচার চালাতে গিয়ে নিখোঁজ হন প্রীতি খন্দকার।
“সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় বুধবার সকালে বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার স্বামী মাসুদ খন্দকার।”
আসাদুল ইসলাম বলেন, “কীভাবে প্রীতি নিখোঁজ হয়েছেন বা নারায়ণগঞ্জে পৌঁছেছেন, সেটি এখনও স্পষ্ট নয়। তাকে বিজয়নগরে নিয়ে আসা হচ্ছে। তার কাছ থেকে ঘটনা সম্পর্কে জেনে বিস্তারিত বলা যাবে।”
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ৫ জুন বিজয়নগর উপজেলার ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে প্রীতি খন্দকার ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের প্রচারে বেরিয়ে প্রার্থী ‘নিখোঁজ’, স্বামীর জিডি