হাইওয়ে পুলিশের কর্মকর্তা বলেন, “ভোর থেকে জেলায় খুব কুয়াশা ছিল। সে কারণেই দুর্ঘটনা বেশি ঘটছে বলে ধারণা করছি।”
Published : 24 Jan 2025, 03:14 PM
তীব্র কুয়াশায় নাটোরে গুরুদাসপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার ভোরে ও সকাল ৭টার দিকে গুরুদাসপুরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ, নয়াবাজার ও অ্যাড়মাড়ি ব্রিজ এলাকায় দুর্ঘটনাগুলো ঘটেছে বলে জানান বনপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন।
নিহতদের মধ্যে ৩০ বছরের শাহিন আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া গয়াহাট্টা এলাকার আলতাফ আকন্দের ছেলে। তিনি পেশায় ফল ব্যবসায়ী ছিলেন।
এছাড়া নিহত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ইসমাইল বলেন, ভোর ৪টার দিকে ১০ নম্বর ব্রিজ এলাকায় একটি অজ্ঞাত যানবাহনের চাপায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়। আর, সকাল ৭টার দিকে অ্যাড়মাড়ি ব্রিজ এলাকায় বেনাপোল থেকে সিরাজগঞ্জগামী একটি ফল বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে শাহীন আলী নিহত হয়েছেন।
এছাড়া একই সময়ে নয়াবাজার এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এসময় প্রায় ১০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কেউ গুরতর আহত হননি।
পরিদর্শক ইসমাইল বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাক দুটি জব্দ করেছি কিন্তু চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, “ভোর থেকে জেলায় খুব কুয়াশা ছিল। সে কারণেই দুর্ঘটনা বেশি ঘটছে বলে ধারণা করছি।”
বনপাড়া-হাটিকুমড়ুল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলেও তিনি জানান।