বর্তমান ইসি সরকারের ফরমায়েশ পালন করে: গয়েশ্বর

“আমাদের দাবি একটাই, সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই।“

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2023, 05:31 PM
Updated : 18 Feb 2023, 05:31 PM

এই নির্বাচন কমিশন সু্ষ্ঠু নির্বাচন আয়োজন করার যোগ্যতা রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের খানপুরে মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন৷

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সরকারের দমন-নিপীড়নের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।

গয়েশ্বর রায় বলেন, “বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা রাখে না৷ বর্তমান সরকারের ফরমায়েশ পালন করতে এ কমিশন গঠন করা হয়েছে৷ বর্তমান সরকার ও সরকারপ্রধান পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করলে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে।

“আমাদের দাবি একটাই, সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই৷ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রথম অন্তরায় বর্তমান সরকার ও সরকারপ্রধান৷ তাই তাদের পদত্যাগ করতে হবে৷”

বিএনপি নেতা বলেন, “নির্বাচন ঘোষণার পর পার্লামেন্ট বলবৎ থাকে না৷ যদিও ২০১৮ সালে পার্লামেন্ট বলবৎ রেখে নির্বাচন করেছে আওয়ামী লীগ৷ আসন শূন্য না হলে সে আসনে কখনও নির্বাচন হয় না৷ তাই অবৈধ পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে।“

“শেখ হাসিনার চিন্তার ফসল তত্ত্বাবধায়ক সরকার৷ সেই তত্ত্বাবধায়ক সরকার কেন বাতিল করলেন, এ জবাব দিতে হবে৷”

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু ইউসুফ খান।