হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
Published : 21 Oct 2022, 11:56 PM
সিলেটে শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালার উদ্বোধন হয়েছে।
শুক্রবার সিলেট নগরীর নাইওরপুলের একটি অভিজাত রেস্তোরাঁর হল রুমে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
এ সময় তিনি সংবাদ এবং গুজবের পার্থক্য বোঝার আহ্বান জানিয়ে শিশুদের উদ্দেশে বলেন, “তোমাদের সমাজের জন্য কাজ করতে হবে। এজন্যই এই প্রশিক্ষণে আসা। সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে হবে, সত্য ঘটনা তুলে ধরতে হবে। সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে পারো। তাই মনযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।”
জেলা প্রশাসক আরও বলেন, “দেশের ৮০ ভাগ মানুষ এখন স্বচ্ছল। আর এটি সম্ভব হয়েছে যে মানুষটি আমাদের স্বাধীনতা দিয়েছেন তার জন্য। এই দেশটি স্বাধীন করা হয়েছিল যাতে বাঙালি জাতি সারাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমাদের দেশটি দীর্ঘদিন অন্যের দ্বারা শাসিত হয়েছিল। এই দেশটি আমাদের করতে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনেক রক্ত দিতে হয়েছে।“
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক-গবেষক ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ শিশু সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সৈয়দা মৌ জান্নাত। কর্মশালায় উপস্থিত ছিলেন হ্যালো’র সিলেট জেলা তত্ত্বাবধায়ক বাপ্পা মৈত্র।
এ বছর সিলেটের চা শ্রমিকদের ২০ জন সন্তান এই কর্মশালায় অংশগ্রহণ করেছে।
কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
শিশুদের নিয়ে শিশুদের জন্য বিশেষায়িত ওয়েবসাইট হ্যালোর (https://hello.bdnews24.com/) যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৩১ মার্চ। হ্যালোর জন্য সংবাদ সংগ্রহ থেকে পরিবেশন পর্যন্ত সব কাজেই যুক্ত রয়েছে শিশু ও কিশোর সাংবাদিকরা।
সংবাদভিত্তিক এই ওয়েবসাইটটি পরিচালনা করছে দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
যার বয়স এখনও ১৮ বছর হয়নি, যে লিখতে পারে, শিশুদের কথা সবাইকে বলার আগ্রহ যার আছে, সেই যুক্ত হতে পারে হ্যালোর শিশু সাংবাদিকের দলে।