বাগেরহাটের ফকিরহাটে ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুই গাড়ির চালকের সহকারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙা এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, খুলনা মহানগরের খালিশপুর এলাকার নুর হোসেনের ছেলে ইমন হাসান (২১) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের ওহিদ শেখের ছেলে রিয়াদ শেখ (২২)। তাদের মধ্যে ইমন বালুবোঝাই ট্রাকের চালকের সহকারী ছিলেন। আর রিয়াদ ছিলেন পিকআপ চালকের সহকারী।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ট্রাক ও পিকআপের চালক পালিয়ে গেছে বলে বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার সকালে গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে ওই বালুবাহী ট্রাক। কাকডাঙা এলাকায় এসে চাকা ফেটে গেলে ট্রাকটি দাঁড়িয়ে যায়। এসময় পেছন থেকে আসা মাছবাহী পিকআপটি সজোরে ওই ট্রাককে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই সহকারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে বলে জানান ওসি।