জয়পুরহাটের সদরের পারুলিয়া এলাকার ফসলের মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পারুলিয়ার কোয়ালীপুকুর নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম।
নিহত ৩০ বছরের রোস্তম আলী জয়পুরহাট পৌর শহরের কাশিয়াবাড়ি এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে।
ওসি সিরাজুল ইসলাম জানান, রোস্তম আলী বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।
পরে বৃহস্পতিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান ওসি।