নওগাঁয় একটি ইটভাটা থেকে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কে নলগড়ায় তার মরদেহ পাওয়া যায় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গাজিউর রহমান জানান।
নিহত অতুল কুমার সরকার (৪০) নওগাঁ পৌরসভার সুলতানাপুর মঠের ঘাট এলাকার বাসিন্দা।
স্বজনদের বরাত দিয়ে গাজিউর রহমান জানান, রোববার বিকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন অতুল। অনেক রাত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। ওই সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পান।
“সোমবার সকালে বাইপাস সড়কের উত্তরপাশে একটি ইটভাটার খলায় অতুলের মরদেহ ও ইজিবাইক পড়ে থাকতে দেখতে পান ওই ভাটার শ্রমিকেরা। তাদের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।”
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের [অটোরিকশা] ব্যাটারি ছিনতাই করার উদ্দেশ্যে কিংবা পারিবারিক কিংবা অন্য কোনো শত্রুতার কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।”
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
নিহতের ভাই রহিত সরকার বলেন, “আমাদের পারিবারিক কোনো বিরোধ ছিল না। এখন তাকে ইজিবাইকের ব্যাটারির কারণে হত্যা করা হয়েছে কিনা বলতে পাড়ছি না।”
অতুলের ভাবি নিপা সরকার বলেন, “জমি কেনা-বেচা নিয়ে অতুলের সঙ্গে একটি মহলের বিরোধ ছিল। সে কারণে তাকে হত্যা করা হয়।”