কুমিল্লায় ‘ভাড়ায় ইজিবাইক নিয়ে চালককে খুন’, মিলল লাশ

দুই দিন আগে ওই কিশোর তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় বলে জানায় পুলিশ।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 02:51 PM
Updated : 21 Nov 2023, 02:51 PM

নিখোঁজের দুই দিন পর কুমিল্লার লালমাই পাহাড় থেকে এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান। 

নিহত ইজিবাইক চালক মেহেদী হাসান (১২) কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের বাঁশতলী গ্রামের নোয়াবাড়ির আবুল কাসেমের ছেলে। 

আটক নাজমুল হোসেন (২৫) একই ইউনিয়নের ইলাশপুর গ্রামের মাগন বাড়ির নজির মিয়ার ছেলে। 

আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওসি ফিরোজ হোসেন বলেন, “রোববার সকালে মেহেদী তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। ইলাশপুর চেয়ারম্যান মার্কেটের সামনে গেলে নাজমুল পাশের আদর্শ সদর উপজেলার কালির বাজার যাওয়ার জন্য তার ইজিবাইক ভাড়া নেয়। 

“কালির বাজারে গিয়ে নাজমুল চালককে বলে, পাশের লালমাই পাহাড়ের হাতিগাড়া কবরস্থানের উত্তর পাশে চারা গাছ আছে। সেগুলো নিতে তার সঙ্গে যেতে বলেন। পরিচিত হওয়াতে সে যেতে রাজি হয়। 

“পরে ঝোপের ভেতর নিয়ে নাজমুল তার কোমরে লুকিয়ে রাখা চাকু দিয়ে প্রথমে মেহেদীর পেটে আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়লে তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন নাজমুল। পরে ইজিবাইক নিয়ে দাউদকান্দির গৌরীপুরে শ্বশুরবাড়িতে চলে যান তিনি।” 

তিনি আরও জানান, মেহেদী বাড়িতে না ফেরায় তার বাবা খোঁজ নিয়ে জানতে পারেন, নাজমুল তার ছেলের ইজিবাইক ভাড়া নিয়ে গেছেন। এরপর থেকে কেউ আর তাকে দেখেনি। 

এ ঘটনায় মেহেদীর বাবা বরুড়া থানায় অভিযোগ করলে পুলিশ নাজমুলকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। 

নাজমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে লালমাই পাহাড়ের হাতিগাড়া এলাকা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ 

মঙ্গলবার দুপুরে আটক নাজমুলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান বরুড়া থানার ওসি ফিরোজ।