Published : 09 Oct 2022, 11:53 PM
কক্সবাজার শহর থেকে জঙ্গি সংগঠন 'শহীদ হামজা ব্রিগেডের শীর্ষ এক সংগঠককে’ গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র্যাব।
রোববার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের গণমাধ্যম কর্মকর্তা ও সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) মো. বিল্লাল উদ্দিন জানান, জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার মামলার এই আসামি সাত বছর ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তার মো. নুরুল আবছার হাওলাদার (৪০) সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া এলাকার বাসিন্দা।
র্যাব কর্মকর্তা বিল্লাহ উদ্দিন বলেন, শুক্রবার মধ্যরাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০১৫ সালে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে নুরুল আবছার হাওলাদারের বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় দুটি মামলা হয়। তিনি দেশ-বিদেশে আত্মগোপন করে পলাতক ছিলেন। তিনি 'শহীদ হামজা বিগ্রেডের' অর্থ ও তহবিল সংরক্ষণ এবং সদস্য সংগ্রহের সঙ্গে জড়িত বলে র্যাব জানিয়েছে।
২০০৯ সালে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ নুরুল আবছারকে গ্রেপ্তার করেছিল। এক মাস কারাভোগের পর তিনি জামিনে বেরিয়ে যান। পরে তিনি 'শহীদ হামজা বিগ্রেডের' সঙ্গে যুক্ত হন। বিভিন্ন স্থানে পলাতক থাকার পর এক মাস আগে তিনি কক্সবাজারে আসেন বলেও জানায় র্যাব।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, রোববার সকালে গ্রেপ্তার নুরুল আবছার হাওলাদারকে র্যাব থানায় হস্তান্তর করেছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।