জিজ্ঞাসাবাদের জন্য দুই কর্মচারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
Published : 06 Mar 2025, 03:43 PM
ফরিদপুরের বোয়ালমারীতে একটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে বন্দুক-পিস্তলসহ নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, বুধবার রাত ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বোয়ালমারী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পৌরসদরের ওয়াবদা মোড়ে কাজী হারুন শপিং কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়।
ওসি বলেন, এ সময় শপিং কমপ্লেক্সটির তৃতীয় ও ষ্ষ্ঠ তলায় তল্লাশি চালিয়ে পুল ক্লাবের গোপন লকার থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি ওয়াকিটকি ও একটি দূরবীনসহ কিছু সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। তখন সেখান থেকে দুজন কর্মচারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
কাজী হারুন শপিং কমপ্লেক্স ভবনটি ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের ভাই ও আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী হারুন অর রশিদের মালিকানাধীন। তবে ভবনটি পরিচালনা করেন তার বড় ছেলে কাজী আব্দুল্লাহ আল রশিদ।
ভবনের ষষ্ঠ তলায় আব্দুল্লাহ আল রশিদের কক্ষ থেকে একটি এয়ারগানসহ কিছু পরিমান মাদক জব্দের কথা জানিয়ে ওসি মাহমুদুল হাসান বলেন, “তবে কাজী আব্দুল্লাহকে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।”