Published : 04 May 2025, 08:17 PM
ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
রোববার আসরের নামাজের পর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে আলীপুর কবরস্থানে তার দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা।
তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় চকবাজার বণিক সমিতির সাবেক সভাপতি।
সৈয়দ মাসুদ হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিকস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজায় অন্যদের মধ্যে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, অধ্যাপক এমএ সামাদ, জমায়াত নেতা আব্দুল তাওয়াফ, জেলা বিএনপি নেতা একে কিবরিয়া স্বপন ও জুলফিকার হোসেন, জুয়েল, কমিউনিস্ট পার্টির রফিকুজ্জামান লায়েক, জেলা প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।