মঙ্গলবার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরগঞ্জের করতোয়া নদীতে অভিযান চালানো হয়।
Published : 18 Dec 2024, 12:12 AM
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি নৌকা বালুসহ জব্দ করা হয়।
মঙ্গলবার বিকালে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরগঞ্জের (সাবেক ছিটমহল) করতোয়া নদীতে অভিযান চালানো হয়। এ সময় ট্রলির মালিক মজিবুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ জানান।
স্থানীয়রা বলেন, করতোয়া নদীর কাজলদিঘী কালিয়াগঞ্জ এবং মাড়েয়া বামনহাট ইউনিয়নের বেশ কিছু এলাকায় বালুমহাল না থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে সতর্ক করা হয়েছে যাতে ওই এলাকায় আর কোনো বালু উত্তোলন করা না হয়। এ সময় একটি নৌকা ও চারটি বেলচা জব্দ করা হয়েছে।
অভিযানের সময় কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন উপস্থিত ছিলেন। তবে বালুভর্তি নৌকার মালিক পালিয়ে গেছেন।