বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়জন মিলে কুপিয়ে এসআই শফিকুলকে হত্যা করে।
Published : 12 Jan 2025, 11:04 PM
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পুলিশের এসআই শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার মামলায় দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার বিকাল থেকে রাত পর্যন্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মঞ্জুরুল ইসলামের কাছে দুই আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দনে বলে মামলার তদন্ত কর্মকর্তা জেলা পিবিআইয়ের পরিদর্শক ইমদাদুল বাশার জানান।
দুই আসামি হচ্ছেন- দুর্গাপুর উপজেলা সদরের উকিলপাড়ার বাসিন্দা সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৪) এবং ধানশিরা এলাকার মো. বাকী বিল্লাহ (২৬)।
জবানবন্দি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসআই শফিকুলকে ৬ জন মিলে কোপায়, নেত্রকোণায় দাফন
নেত্রকোণায় পুলিশের এসআই হত্যা: ২ জন গ্রেপ্তার
নেত্রকোণায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা
জামালপুরে কর্মরত এসআই শফিকুল ইসলাম ছুটি নিয়ে বুধবার বাড়িতে আসেন। পর দিন সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসা থেকে বের হন। তখন পানমহাল রোডে ছয়জন অস্ত্রধারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
শফিকুল ইসলামের বাবা শুক্রবার দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। এতে অজ্ঞাত ছয়জনকে আসামি করা হয়।
শনিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।