জামালপুর পুলিশ লাইনে কর্মরত শফিকুল ছুটিতে গ্রামের বাড়িতে গেলে বৃহস্পতিবার তাকে কয়েকজন তাকে কুপিয়ে হত্যা করে।
Published : 12 Jan 2025, 04:02 PM
নেত্রকোণায় পুলিশের এসআই শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পিবিআইয়ের পরিদর্শক ইমদাদুল বাশার।
গ্রেপ্তাররা হচ্ছেন, দুর্গাপুর উপজেলা সদরের উকিলপাড়া এলাকার শমশের আলী খাঁয়ের ছেলে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৪) ও ধানশিরা এলাকার আব্দুর রহমানের ছেলে মো. বাকী বিল্লাহ (২৬)।
এর মধ্যে অপূর্ব পেশায় টিভি-ফ্রিজ মেকানিক এবং বাকী বিল্লাহ মোটরসাইকেল গ্যারেজের মেকানিক। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পিবিআই।
গ্রেপ্তাররা এসআই শফিকুল হত্যায় সরাসরি সম্পৃক্ত ছিলেন দাবি করে মামলার তদন্ত কর্মকর্তা ইমদাদুল আরও জানান, রোববার নেত্রকোণা বিচারিক আদালতে দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে।
সর্বশেষ তদন্তের বরাতে ইমদাদুল বলেন, বাকি জড়িতদের ধরতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সাড়াশি অভিযান চালাচ্ছে। হত্যায় জড়িত আরও কয়েকজনকে ধরতে কাজ করছে পিবিআই, জেলা পুলিশ ও র্যাবের একাধিক টিম।
নিহত শফিকুল ইসলাম জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। গত বুধবার ছুটিতে গ্রামের বাড়িতে যান তিনি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় শফিকুল দুর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়ার বাসা থেকে বের হয়ে বাজারের দিকে যান।
ফেরার পথে ৬টা ২০ মিনিটের দিকে পান মহলের পাশে গলির সড়কে অজ্ঞাতপরিচয় ছয়জন অস্ত্র নিয়ে শফিকুলকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
হামলাকারীরা শফিকুলের দুই হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে শফিকুল মারা যান।
এ ঘটনায় শফিকুল ইসলামের বাবা শুক্রবার সকালে বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করা হয়।
পুরানো খবর