জয়পুরহাটে পিকাপভ্যানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার ভোরে সদর উপজেলার জামালপুর পূর্ববাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব ৫।
গ্রেপ্তার মাসুদ রানা (৪৫) সদর উপজেলার পূর্ব রুকন্দিপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।
সদর থানার মামলার বরাতে র্যাব ৫ এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, শনিবার রাতে সদর উপজেলার জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কের দাদড়াজন্তি গ্রাম বিনশীরা ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনার রাতেই জয়পুরহাট থানায় মামলা হয়।
পরে গোয়েন্দা তথ্যে স্কোয়াড কমান্ডার ও জ্যেষ্ঠ অতিরিক্তি পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল ভোরে মাসুদ রানকে গ্রেপ্তার করে।
আসামিকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।