“তার হাত-পা পোড়া অবস্থায় পাওয়া গেছে।”
Published : 08 Nov 2024, 04:06 PM
চাঁপাইনবাবগঞ্জে আম গাছে খড়ি ভাঙতে উঠে বৈদ্যুতিক লাইনের তারে স্পৃষ্ট হয়ে এক শিশুর প্রাণ গেছে।
শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন জানান, শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দশ বছর বয়সী মারুফ ওই গ্রামের করিম আলীর ছেলে এবং স্থানীয় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ বলেন, “ছুটির দিনে বাড়িতে রান্নার খড়ি সংগ্রহের জন্য গ্রামের পাশের একটি আম বাগানের গাছে ওঠে মারুফ। তখন আম গাছের পাশে থাকা একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
“পরে স্থানীয়রা গাছ থেকে মারুফের মরদেহ নামিয়ে আনে। তার হাত-পা পোড়া অবস্থায় পাওয়া গেছে।”
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।