রাতে স্থানীয়রা শব্দ শুনে এগিয়ে যান। আনুমানিক ৩৮ বয়সি ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।
Published : 12 Feb 2024, 12:02 PM
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার রাত পৌনে ১০টার দিকে সিরাজপুর ইউনিয়নের হাবীবপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. মাহবুবুল আলম জানান।
আনুমানিক ৩৮ বয়সি ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।
উপপরিদর্শক মাহবুবুল আলম জানান, রাত পৌনে ১০টার দিকে ওই এলাকার পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় যান। তখন তারা বিদ্যুতের খুঁটির নিচে মরদেহটি পড়ে থাকে দেখেন। পাশে পাওয়া যায় টেস্টার, প্লায়ার্স ও রেঞ্জ।
ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।