Published : 03 May 2025, 02:09 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ও টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শ্রীপুরে দগ্ধ হয়ে দুই গরুর মৃত্যু এবং টঙ্গীতে ককশিট কারখানা ভস্মীভূত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বাঁশবাড়ি এলাকায় এবং শনিবার সকালে টঙ্গী পশ্চিম থানার গাজীপুরার খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।
শ্রীপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে বাঁশবাড়ি গ্রামের মো. মইজ উদ্দিন ফকিরের গোয়ালঘরে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী রাত ১১টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে আগুন নেভানোর আগেই গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা গেছে।
স্থানীয় বাসিন্দা সায়মন আহমেদ বলেন, রাতে মশা তাড়াতে একটি হাঁড়িতে কয়লার মধ্যে আগুন জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করে গোয়ালঘরে রাখেন মইজ উদ্দিন। আধা ঘণ্টার মধ্যে গোয়ালঘরে আগুন দেখে ডাক-চিৎকার শুরু করেন তিনি।
পরে এলাকাবাসী গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। রাত পৌনে ১১টা দিকে আগুন গোয়ালঘরের পাশে একটি টিনের ঘরেও ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোয়ালঘরসহ সেখানে থাকা দুটি গরু মারা গেছে।
অপরদিকে টঙ্গীর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, সকাল ৮টার দিকে খরতৈল এলাকায় কাঁচা বাজারে একটি ককশিটের কারখানায় আগুন লাগে। পরে তা দ্রুত পাশের ভাঙ্গারির গোডাউনসহ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয় বলে জানান তিনি।
তবে তাৎক্ষণিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।