এর আগে শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে অতিরিক্ত ফি নেওয়ার কারণ ও বিভিন্ন খাতে খরচের ব্যাখ্যা চান।
Published : 06 Mar 2025, 02:58 PM
রাজশাহী কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের অতিরিক্ত ফি কমানোর আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
তাদের অভিযোগ, রাজশাহী কলেজ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় অতিরিক্ত ফি আদায় করছে। দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, তাই তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।
বিক্ষোভ চলাকালে অধ্যক্ষ অফিসে প্রবেশ করলেও শিক্ষার্থীদের সঙ্গে কথা না বলে চলে যান, যা শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে।
পরে তারা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে স্লোগান দিতে থাকেন এবং ফি কমানোর দাবি জানান।
এতে কলেজ প্রশাসনিক ভবনে উত্তেজনা ছড়িয়ে পড়লে শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে আসেন।
শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে অতিরিক্ত ফি নেওয়ার কারণ এবং বিভিন্ন খাতে খরচের ব্যাখ্যা চান।
পরিস্থিতি উত্তপ্ত হলে অধ্যক্ষ যহুর আলী শিক্ষার্থীদের প্রতিনিধি দল নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন। তবে শিক্ষার্থীরা সবার উপস্থিতিতে আলোচনা চান।
পরে অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনায় বসেন।
আলোচনায় কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ অনেকে ছিলেন।
শিক্ষার্থীরা পরিবহন ফি, পত্রিকা ফি, উন্নয়ন ফিসহ বিভিন্ন অসংগতি তুলে ধরেন। যার মধ্যে কিছু অসংগতি চিহ্নিত হয়।
অধ্যক্ষ জানান, কলেজের বিভিন্ন আনুষঙ্গিক খরচ শিক্ষার্থীদের থেকেই নেওয়া হয়, তবে যৌক্তিকতার ভিত্তিতে ফি পুনর্বিবেচনা করা হবে।
শিক্ষার্থীরা দাবি করেন, আলোচনা শেষে সিদ্ধান্ত জানানো হোক এবং ততদিন ফরম পূরণ বন্ধ রাখার নোটিস দেওয়া হোক।
অধ্যক্ষ সময় নিয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।