রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল দুই লাখ ৮৫৩ জন।
Published : 12 May 2024, 03:33 PM
এসএসসি ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যার দিক দিয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৬ শতাংশ; যা গত বছর ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ শিক্ষার্থী; যা গত বছর ছিল ২৬ হাজার ৮৭৭ জন।
রোববার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
তিনি বলেন, বরাবরের মত এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৯০ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৬ দশমিক ৭৮ শতাংশ। এ ছাড়াও মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৯৫ জন। আর ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৭৯ জন।
আরিফুল ইসলাম বলেন, এবার বেড়েছে শতভাগ পাস ও শূন্য ফলাফল প্রাপ্ত স্কুলের সংখ্যা। এ বোর্ডের অধীনে ২ হাজার ৬৮৫ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ২৮৯ স্কুল। যা গত বছর ছিল ১৭৮টি স্কুল। এ ছাড়াও এবার দুইটি স্কুল থেকে কেউ পাস করেনি। যা গত বছর ছিল একটি।
তিনি বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল দুই লাখ ৮৫৩ জন। পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৮ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন এক লাখ ৭৭ হাজার ৫৫৮ জন। আর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ২১ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী।
এদিকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।