মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Published : 20 Mar 2025, 05:34 PM
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে গাছ চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার গভীর রাতে উপজেলার ভোলাগঞ্জ ব্যাংকার এলাকায় এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান।
নিহত শ্রমিক হলেন- নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মমরাজ মেম্বারের ছেলে কয়েস আহমদ (৩৮)। তিনি কোম্পানীগঞ্জের স্থানীয় দয়ারবাজারে একটি বাসায় ভাড়া থাকতেন আর পাথর শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে কয়েকজন শ্রমিক ব্যাংকার এলাকায় পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি গাছ ধসে পড়লে কয়েস গুরুতর আহত হন। তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।