কোনো গাড়ির গেইট খুলতে দেরি করলে সেটিতে ভাঙচুর চালানো হয় বলে জানান এক ভুক্তভোগী।
Published : 01 Mar 2025, 01:18 PM
পাবনার সাঁথিয়া উপজেলায় সড়কে গাছ ফেলে কয়েকটি যানবাহনে লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত পৌনে ২টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কে উপজেলার ছেচানিয়া সেতুর পাশে তলট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান।
পুলিশ জানায়, রাতে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি মাইক্রোবাস আটক করে। এতে একজন প্রবাসী ও তার পরিবারের লোকজন ছিলেন। সাত-আটজনের ডাকাতদলটি অস্ত্রের মুখে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, ল্যাপটপ, আইপ্যাড, নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার সামগ্রী ছিনিয়ে নেয়।
এ সময় সড়কে বেশকিছু গাড়ি আটকা পড়ে। ডাকাতদলের লোকজন অটোরিকশা ও মোটরসাইকেল চালকের কাছ থেকেও মোবাইল ছিনিয়ে নেয় শনিবার এক বিজ্ঞপ্তিতে জানান পুলিশের ওই কর্মকর্তা।
তবে ডাকাতির শিকার ও এলাকাবাসী দাবি করেছেন, ডাকাতের কবলে আরও বেশি গাড়ি পড়েছে।
ডাকাতির কবলে পড়া আব্দুস সালাম তার ফেইসবুকে দেওয়া এক ভিডিও বক্তব্যে বলেন, “কিছুক্ষণ আগে এই সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে। হুট করে আমাদের গাড়িতে আক্রমণ করে ডাকাত দলের সদস্যরা।”
মালামাল নিয়ে গেলেও ডাকাতদল তাদের কাউকে মারধর করেনি বলেও জানান আব্দুস সালাম।
ভিডিওতে তিনি বলেন, একটা গাড়িতে করে দেশে ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতেও আক্রমণ করে কয়েকজনকে মারধর করে সব লুটে নিয়ে গেছে ডাকাতরা।
ওই এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, “ঘটনা শুনেছি, বিস্তারিত জানি না। তবে ওই রাস্তাটি খুব বেশি ব্যস্ত না হলেও বেড়া-বাঘাবাড়ি হয়ে ঢাকায় যাবার জন্য বেশকিছু গাড়ি ওই রাস্তা দিয়ে চলাচল করে। এটি জেনেই সড়কে গাছ ফেলে ডাকাতি করেছে ডাকাতরা।”
ওসি সাইদুর রহমান আরও বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সময় নিয়ে ডাকাতি হলেও, আপনারা কোন খবর পেলেন না? সাংবাদিকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা নিশ্চিত হয়েছি তিনটি গাড়িতে ডাকাতি হয়েছে। কেউ বেশি লিখলে তো হবে না ভাই।”
সড়কে পুলিশ নিয়মিত টহলরত অবস্থায় থাকে, এত সময় নিয়ে গাড়িতে ডাকাতি করার সময় কই বলে মন্তব্য করেন ওসি।