সমিরুলসহ কয়েকজন পাঁচ নম্বর সীমান্ত পিলারের জিরো লাইন থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল বলে জানান ইউপি চেয়ারম্যান।
Published : 09 Nov 2023, 08:52 PM
রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর গুলিতে বাংলাদেশি এক কিশোর প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দিয়াড় মানিকচক সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল হক ভোলা।
নিহত ১৫ বছর বয়সি সমিরুল হক চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামের হাসিবুল হকের ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন। তবে এ নিয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইউপি চেয়ারম্যান আশরাফুল বলেন, “সীমান্তে দুই দেশের কৃষকদের ফসলের ক্ষেত রয়েছে। দুপুরে সমিরুলসহ কয়েকজন দিয়াড় মানিকচক সীমান্তের ৫ নম্বর সীমান্ত পিলারের জিরো লাইন থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল।
“এ সময় ভারতের চর আষাড়িয়াদহ বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সমিরুলের ডান বগল দিয়ে একটি গুলি ঢুকে বাম বগল ছেদ করে বেরিয়ে ঘটনাস্থলেই মারা যায়।”
বাকিরা পালিয়ে এলেও ঘটনার পর থেকে সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, খবর পেয়ে বিজিবির সাহেবনগর ও দিয়াড় মানিকচক বিওপি ক্যাম্পের দুটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, “সমিরুলের লাশ বিজিবি ও পুলিশ সদস্যরা উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”