ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছে।
হবিগঞ্জের চুনারুঘাটে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় এক পুলিশ সদস্যকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
চুনারুঘাট থানার এসআই প্রিয়তোষ দাশ জানান, রোববার রাতে ওই কনস্টেবলকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিবলু মিয়া উপজেলার দুধপাতিল গ্রামের রমিজ উল্লাহর ছেলে। তিনি সিলেট পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
এসআই প্রিয়তোষ জানান, গত ১৫ ফেব্রুয়ারি দুধপাতিল গ্রামের বাসিন্দা ও একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে কনস্টেবল শিবলুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ওই ছাত্রীর বাবা।
গ্রেপ্তারের পর শিবলুকে সোমবার হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান বলে জানান এসআই প্রিয়তোষ।