দেড় মাস আগে স্বামীর সঙ্গে তাহমিনার ছাড়াছাড়ি হয় বলে জানায় তার পরিবার।
Published : 24 Apr 2024, 06:46 PM
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক বছরের সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার বিকালে লাকসাম-চাঁদপুর রেলপথের উপজেলার মুকিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ।
‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না’, মৃত্যুর আগে ওই গৃহবধূ তার ফেইসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটা লেখেন বলে জানান তিনি।
নিহত তাহমিনা উপজেলার ধড্ডা গ্রামের দেওয়ানজি বাড়ির রফিকুল ইসলামের মেয়ে। তার ছেলের নাম আব্দুর রহমান। তিনি দুই সন্তানের জননী ছিলেন। প্রায় দেড় মাস আগে স্বামীর সঙ্গে তাহমিনার ছাড়াছাড়ি হয়।
স্থানীয় বাসিন্দা মহসিন মোল্লা বলেন, তাহমিনার সঙ্গে উপজেলার বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রামের মাসুদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এর মধ্যে তাদের সংসারে দুটি সন্তানও জন্ম নেয়।
পারিবারিক বিরোধ প্রকট আকার ধারণ করলে দেড় মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। বর্তমানে তাহমিনা তার বাবার বাড়িতে অবস্থান করেছিলেন।
মহাসিন মোল্লা বলেন, “ঘটনার দিন তাহমিনা তার মাকে হাজীগঞ্জ বাজারে আসার কথা বলে বের হন। পরে তিনি শুনতে পান তাহমিনা ট্রেনে কাটা পড়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখান তাহমিনা ও তার সন্তান ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।”
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি আব্দুর রশিদ।