বুধবার সন্ধ্যায় কংস নদের মুচারবাড়ি ফেরিঘাটে ২৩ যাত্রী নিয়ে ডুবে যায় একটি নৌকা; এতে নিখোঁজ ছিলেন তিনজন।
Published : 07 Jul 2023, 03:42 PM
নেত্রকোণার দুর্গাপুরে কংস নদ পারাপারের সময় নৌকা ডুবে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিনজনের মরদেহ উদ্ধার হলো।
শুক্রবার সকালে ঘটনাস্থলের পাশ থেকে একজন ও বারহাট্রার ফকির বাজার এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয় বলে দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব উল আহসান জানান।
নিহতরা হলেন- দুর্গাপুরের দেওটুকুন গ্রামের আবু সিদ্দিকের ছেলে স্বপন মিয়া (২৫) ও পূর্বধলার সাফের উদ্দিনের ছেলে সোহেল মিয়া (২৫)।
ইউএনও রাজীব বলেন, সকাল ১১টার দিকে নদীতে সোহেল মিয়ার মরদেহ ও ফকির বাজারে নদীতে স্বপন মিয়ার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
খবর পেয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করলে তাদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ইউএনও।
মরদেহ দাফনের জন্য তাদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।
এর আগে বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কংস নদের মুচারবাড়ি ফেরিঘাট এলাকায় ২৩ যাত্রী নিয়ে ডুবে যায় একটি নৌকা। নৌকাটি পূর্বধলা উপজেলার কৈলাটি ফেরিঘাট থেকে অপরপারের দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি ঘাটে যাচ্ছিল।
মুচারবাড়ির কাছাকাছি পৌঁছে স্রোতের টানে নৌকাটি ডুবে গেলে দ্রুত তৎপরতা চালিয়ে ২০ জনকে উদ্ধার করেন স্থানীয়রা। তবে তিনজন নিখোঁজ ছিলেন।
পরে বৃহস্পতিবার ভোরে দুর্গাপুর উপজেলার দেওটুকুন গ্রামের রেনু মিঞার ছেলে ১২ বছরের মাহবুবকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
নেত্রকোণার কংস নদে নৌকা ডুবে তিনজন নিখোঁজ
নেত্রকোণার কংসে নৌকা ডুবি: এক শিশুর লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ২