বগুড়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

শিশুটি মাত্র হামাগুড়ি দিতে শিখেছিল।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2022, 05:55 PM
Updated : 24 Sept 2022, 05:55 PM

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাথরুমের বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১টায় উপজেলার গোহাইল ইউনিয়নের রুপীহার গ্রামে এ ঘটনা ঘটে বলে শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান।

নিহত দেড় বছরের মোছা. রশনী আক্তার গ্রামের মো. এমদাদুল হকের মেয়ে।

শিশুটির চাচা আব্দুস সাত্তার বলেন, সকালে রশনীর বাবা ইমদাদুল কৃষিকাজের জন্য মাঠে ছিলেন। বাড়িতে দুই মেয়েকে নিয়ে ছিলেন মা তানিয়া বেগম। রশনি উঠানে খেলাধুলা করছিল। শিশুটি সবে হামাগুড়ি দিতে শিখেছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়।

“একপর্যায়ে বাথরুমে পানিভর্তি বালতির মধ্যে অচেতন অবস্থায় রশনিকে পাওয়া যায়। উদ্ধারের পর দেখা যায়, সে মারা গেছে।”

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, “বিষয়টি আমরা শুনেছি। শিশুটি কীভাবে মারা গেছে তার খোঁজ নেওয়া হচ্ছে।”