“স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা চলছে; সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন”, বলেন তিনি।
Published : 27 Feb 2025, 09:12 PM
স্থানীয় সরকার নির্বাচনের সময় এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেছেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।”
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিজ গ্রামে আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জুলাই আন্দোলনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাচ্ছে রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাওয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আমি নতুন দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই। কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছি। এ সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সে জায়গা থেকে আমরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না।
“তবে আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন রাজনৈতিক দল নয়, দেশের সব রাজনৈতিক দল জনকল্যাণমুখী হবে। জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়।”
এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ একটি সড়ক উদ্বোধন করেন। এ ছাড়া বাংগড়া বাজার থানা পরিদর্শন করেন তিনি।