Published : 03 May 2025, 04:26 PM
ঝালকাঠির নলছিটি উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইকে পেছন থেকে যাত্রীবাহী মাহিন্দ্রার ধাক্কায় দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নলছিটি থানার ওসি আব্দুস সালাম।
নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০) ও একই উপজেলার ফলাঘর এলাকার ইজিবাইক চালক মোহাম্মদ শামীম (৫০)।
আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে একটি মাহিন্দা বরিশালের দিকে যাচ্ছিল। পথে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে পেছন থেকে মাহিন্দ্রাটি ধাক্কা দেয়।
এতে ইজিবাইকটি ছিটকে খাদে পড়ে চালক গুরুতর আহত হন। এ ছাড়া মাহিন্দ্রার যাত্রীরা আহত হয়ে ঘটনাস্থলেই একজন মারা যান।
আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালক মারা যান। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আব্দুস সালাম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও মাহিন্দ্রাটি হেফাজতে নেওয়া হয়েছে।