বরিশালে দলিল লেখায় অনিয়মের ঘটনায় ২০১৮ সালের ২০ ডিসেম্বর ওই ব্যক্তির বিরুদ্ধে দুদকে অভিযোগ করেন এক ভুক্তভোগী।
Published : 21 May 2024, 09:46 PM
বরিশালে সদরে দলিল লেখায় অনিয়মের অভিযোগে দুদক থেকে পাওয়া চিঠির জবাব না দেওয়ায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
মঙ্গলবার বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ ওই ব্যক্তির উপস্থিতিতে এ রায় দেন হয় বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল বাশার।
অনাদায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়; পরে জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান।
দণ্ড পাওয়া আলী রেজা খান (৩৯) নগরীর সোনারগাও টেক্সটাইল মিল সংলগ্ন এলাকার মো. আলী খানের ছেলে।
মামলার বরাতে বেঞ্চ সহকারী আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলিল লেখায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলী রেজা খানসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি অভিযোগ জমা পড়ে।
“২০১৮ সালের ২০ ডিসেম্বর দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক এবিএম আব্দুস সবুর ওই চারজনের নামে চিঠি ইস্যু করেন। ওই বছরের ২৪ ডিসেম্বর আলী রেজার পক্ষে তার চাচাতো ভাই সায়েম রহমান নোটিশ গ্রহণ করেন। কিন্তু আলী রেজা নির্ধারিত দিনে দুদকে উপস্থিত হননি।”
তিনি বলেন, “২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় দফা আলী রেজাকে নোটিশ দেওয়া হয়। চিঠি নিয়ে আলী রেজার বাসায় গেলে দুদকের পরিচয়ে শুনে কেউ দরজা খোলেননি। পরে জানালা দিয়ে আলী রেজার মা গুলনাহার বেগম নোটিশ গ্রহণ করলেও স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান।
“পরদিন বরিশাল কোতোয়ালি মডেল থানার মাধ্যমে আলী রেজার বাসায় নোটিশ পাঠানো হয়। নোটিশ গ্রহণের দুই দিন পর ১৯ সেপ্টেম্বর আলী রেজার দুদকে হাজির হওয়ার কথা থাকলেও তিনি যাননি।”
এ ঘটনায় দুদক বরিশাল সমন্বিত কার্যালয়ে উপ-পরিচালক দেবব্রত মণ্ডল বাদী হয়ে মামলা করেন।
তদন্ত শেষে দুদক কর্মকর্তা দেবব্রত মণ্ডল ২০২১ সালের ২১ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন বলে জানান বেঞ্চ সহকারী আবুল বাশার।
ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আলী রেজাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।