শেখ হাসিনা সরকার পতনের পর থেকে উপাচার্যের পদত্যাগ দাবি করে আসছিলেন শিক্ষার্থীরা।
Published : 14 Aug 2024, 07:55 PM
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ময়মনসিংহ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর পদত্যাগ করেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার দুপুরে রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীর।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, “বেলা আড়াইটার দিকে উপাচার্যের পদত্যাগপত্র জমা দেওয়ার খবর পেয়েছি। আইন অনুযায়ী উপাচার্য পদত্যাগের পর রেজিস্ট্রার দায়িত্ব পালন করার কথা। তবে আন্দোলনকারীরা রেজিস্ট্রারেরও পদত্যাগ দাবি করছেন।”
শেখ হাসিনা সরকারের পতনের পর শুক্রবার থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় রোববার প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ শুভ।
শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য থাকা অবস্থায় সৌমিত্র শেখরের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাপক লুটপাট এবং অর্থ কেলেঙ্কারির অভিযোগ ওঠে।
উপাচার্যের পদত্যাগের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ অন্য প্রশাসনিক কর্মকর্তাদেরও পদত্যাগ দাবি করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক থাকা অবস্থায় ২০২১ সালের ডিসেম্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান সৌমিত্র শেখর। তবে মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন তিনি।