বাসটি ঢাকা থেকে সকালে মাদারীপুর শহরের জজ কোর্টের সামনের সড়কে পৌঁছলে দুষ্কৃতকারীরা সেটি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে।
Published : 15 Nov 2024, 06:18 PM
মাদারীপুরে দুষ্কৃতকারীদের ছোড়া পাথরে যাত্রীবাহী বাসের কাচ ভেঙে এক যাত্রী ও কর্মচারী আহত হয়েছেন। পরে তারা হাসপাতালে চিকিৎসা নেন।
বাস মালিকের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকালে ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশে ছেড়ে আসে সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি সকাল ৯টার দিকে মাদারীপুর শহরের জজ কোর্টের সামনের সড়কে পৌঁছলে দুষ্কৃতকারীরা সেটি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। এতে বাসের কাচ ভেঙে এক যাত্রী ও বাসের সুপার ভাইজার আল-আমিন (৩০) আহত হন।
বাসের মালিকপক্ষ ঘটনাটি থানা পুলিশকে জানায়।
সোনালী পরিবহনের মালিক কামরুল হাসান তুষু খন্দকার বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনের পর আমি লন্ডনে থাকার সময় মাদারীপুরে বাস মালিক সমিতির নামে অসৎ উদ্দেশ্যে কথিত কমিটি করা হয়।
“বাসের মালিক নন, এমন লোকজন দিয়ে কমিটি গঠন করা হয়। সেই কমিটিকে সমর্থন না করায় আমার বাস ভাঙচুর করা হতে পারে বলে আমি মনে করছি।”
এ ঘটনায় থানায় মামলা করার কথা বলেন তুষু খন্দকার।
বলেন, “এ ঘটনায় জড়িতদের বিচারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
মাদারীপুর থানার ওসি আব্দল্লাহ আল মামুন বলেন, “বাস ভাঙচুরের খবরটি মালিক তুষু খন্দকার আমাকে ফোনে জানিয়েছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”