দুটি ট্রাকই আটক করা হয়েছে, বলছে হাইয়ে পুলিশ।
Published : 28 Feb 2025, 01:16 PM
মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বিকল একটি ট্রাকে আরেকটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে বিকল ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার লৌহজংয়ের এই দুর্ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান।
নিহত চালকের নাম হাফিজুর রহমান; বয়স ৪০।
এ ঘটনায় আহত হয়েছেন তার সহকারী আবুল কালাম (৪৫)। তাকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় চালক ও সহকারী মহাসড়কের পাশে ট্রাকের চাকা ঠিক করছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক তাদের ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিকল ট্রাকের চালকের মৃত্যু হয়।”
দুটি ট্রাকই আটক করা হয়েছে। তবে ধাক্কা দেওয়া ট্রাকের চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।
দুর্ঘটনায় মাওয়ামুখী লেনে কিছু সময়ে জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে ওসি জিলানী জানান।