বালু উত্তোলনে বাধাপ্রাপ্ত একটি পক্ষ এবং বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্তদের একটি পক্ষ রোববার পৌর শহরে বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয়।
Published : 27 Oct 2024, 09:10 PM
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুইপক্ষের দ্বন্দ্বের জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার বেলা ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত সেখানে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানিয়েছেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, কিছু ‘অসাধু বালু ব্যবসায়ী’ দীর্ঘদিন ধরে ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থানে গভীর গর্ত করে ও নদীর তীররক্ষা বাধ ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বালু পরিবহনের জন্য তারা অবৈধভাবে মাটির রাস্তাও নির্মাণ করে নিয়েছে।
এর ফলে নদী তীরের বাসিন্দারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকের বাড়ি-ঘর নদীতে বিলীন হওয়ার হুমকিতে পড়েছে।
এ অবস্থায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গত সাত দিনে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৩৫টি ড্রেজার মেশিন ও দুই শতাধিক পাইপ ধ্বংস করা হয়।
তিনজন ড্রেজার মেশিন বিক্রেতা ও মেরামতকারীকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে বালু উত্তোলনে বাধাপ্রাপ্ত একটি পক্ষ এবং বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্তদের একটি পক্ষ রোববার পৌর শহরে বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয়। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে পৌরশহরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। সকাল থেকে সেনাবাহিনীকে শহরে টহল দিতেও দেখা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, “দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের সম্ভবনা ছিল। এজন্যই আমি ১৪৪ ধারা জারি করেছি। নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”