খুলনায় স্লোগানে স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রীর জনসভাস্থল

হেলিকপ্টারে বেলা ১২টা ৫০ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেছেন প্রধানমন্ত্রী।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 07:39 AM
Updated : 13 Nov 2023, 07:39 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় জনসভায় যোগ দিতে আসা আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে খুলনা সার্কিট হাউস মাঠ।

সোমবার সকাল থেকেই বাস, ট্রেন, ট্রাকে করে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা দলে দলে আসতে থাকেন খুলনায়। বাহারি সাজসজ্জা আর বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলে মিছিলে তারা জড়ো হতে  থাকেন জনসভাস্থলে।

নগরের প্রতিটি সড়ক মুখর আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’- এমন স্লোগানে স্লোগানে।

নগর ঘুরে দেখা যায়, ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা জনসভাস্থলে হাজির হয়েছেন। অনেকে আবার বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে জড়ো হচ্ছেন। পুরুষের পাশাপাশি নারী কর্মীদের সংখ্যা চোখে পড়ার মতো। পরনে শাড়ি, মাথায় টুপি পরে জনসভাস্থলে অংশ নিয়েছেন তারা।

পাঁচ বছরেরও বেশি সময় পর প্রধানমন্ত্রীর এই জনসভা ঘিরে খুলনা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। জনসভায় ১০ লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা আওয়ামী লীগের।

খুলনা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সার্কিট হাউস মাঠে জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

জনসভায় সভাপতিত্ব করবেন খুলনা নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জনসভায় বক্তব্য রাখবেন।

বাবুল রানা বলেন, বঙ্গবন্ধুকন্যাকে বরণের নৌকা ও পদ্মা সেতুর আদলে জনসভামঞ্চহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় একাধিক নেতা কয়েকদিন আগেই খুলনায় অবস্থান করে এসব বিষয়ে তদারকি করছেন। জনসভাস্থলে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষ এখন অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানিয়েছেন, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে বেলা ১২টা ৫০ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেছেন।

সেখান থেকে সার্কিট হাউজে গিয়ে তিনি বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। এরপর যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত জনসভায়।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা নগর জুড়ে সাদা ও পোশাকধারী পুলিশের নজরদারিসহ নৌপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিটি মোড়ে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে। জনসভাস্থলসহ নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সবমিলে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।