ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া বাঘাইছড়ি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার।
Published : 08 Jun 2024, 01:00 AM
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের’ দাবিতে ভোটের আগের দিন সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া বাঘাইছড়ি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার। এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইতিময় চাকমা অলিভের সমর্থনে শনিবার এই অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।
যদিও ইতিময় চাকমা অলিভ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তারপও ‘মাচালং নির্বাচন পরিচালনা কমিটি’ নামের একটি সংগঠনের ব্যানারে তাকে পূর্ণ সমর্থন জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে ইউপিডিএফ।
শুক্রবার রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ রাঙামাটি ইউনিট প্রধান সংগঠক সচল চাকমা বলেন, “রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ‘ঠ্যাঙাড়ে সন্ত্রাসী’ কর্তৃক নির্বাচনি এজেন্টদের হুমকি প্রদান ও নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর জন্য ‘ঠ্যাঙাড়েদের’ বাঘাইহাটে সশস্ত্রভাবে অবস্থানের প্রতিবাদে এবং বাঘাইহাট থেকে তাদেরকে গ্রেপ্তারসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শনিবার সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে।”
সাধারণত নিজেদের বিরোধী সশস্ত্র সংগঠনগুলোকে ‘ঠ্যাঙাড়ে বাহিনী’ নামে অভিহিত করে থাকে ইউপিডিএফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, “শুক্রবার দুপুর ১:৩০টার দিকে তিনটি বড় মাইক্রোবাসে করে ৫০ জনের মতো ঠ্যাঙাড়ে সন্ত্রাসী বাঘাইহাটে যায়। তারা এখন কেপিএম-এর পরিত্যক্ত অফিসে সশস্ত্রভাবে অবস্থান করছে। এছাড়া কয়েকদিন আগে থেকে তারা চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনি এজেন্টদের হুমকি দিয়ে আসছে।”
সচল চাকমা বিবৃতিতে আরও বলেন, “ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না। তাই প্রশাসনকে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
দেশের সবচেয়ে বড় ও সীমান্তবর্তী এই উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত বর্তমান চেয়ারম্যান সুদর্শন চাকমা; অপর প্রার্থী আওয়ামী লীগ নেতা ইতিময় চাকমা অলিভ লড়ছেন আনারস প্রতীক নিয়ে ।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।
এর মধ্যে অলিভ চাকমাকে স্থানীয় আঞ্চলিক সংগঠন জেএসএস (সন্তু লারমা) ও ইউপিডিএফ সমর্থন দেওয়ায় নির্বাচনকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।
এই বিষয়ে কথা বলার জন্য প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সুদর্শন চাকমা ও ইতিময় চাকমা অলিভের মোবাইলে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।
২০১৯ সালে এই উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচনে দায়িত্ব পালন শেষে নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত কর্মীরা ফেরার পথে সশস্ত্র দুর্বৃত্তরা ব্রাশফায়ার করলে শিক্ষক, আনসার সদস্যসহ অন্তত আট নির্বাচন কর্মী নিহত হন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. বেলাল হোসেন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৩৪ ভোট কেন্দ্রের ১৭ প্লাটুন বিজিবি, প্রতিকেন্দ্রে ৮ জন করে পুলিশ, পর্যাপ্ত পরিমাণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়ন থাকবে।”
এছাড়া, প্রতি ইউনিয়নে একজন করে ৯ জন ম্যাজিস্ট্রেট ও একটি করে টহল টিমও মাঠে থাকবে বলে জানান তিনি।