শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি, নাটোরে আটক ৫

র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2022, 09:22 AM
Updated : 14 Dec 2022, 09:22 AM

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অর্থের বিনিময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি ও সংরক্ষণের অভিযোগে পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার খাজুরা, চাঁদপুর ও ঠাকুর লক্ষ্মীকুল বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান।

আটকরা হলেন- উপজেলার খাজুরা এলাকার মো. মনিরুল ইসলাম (২৭), চাঁদপুর এলাকার বিদ্যুৎ কুমার (৩২), একই এলাকার মো. আল-আমিন (২২), কুচকুড়ি এলাকার মো. শাহিন আলম (৩০) এবং ঠাকুর লক্ষ্মীকুল এলাকার মো. মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ।

এ সময় পাঁচটি সিপিইউ, ১১টি হার্ডডিক্স, পাঁচটি মনিটর, পাঁচটি কি-বোর্ড, পাঁচটি মাউস, একটি এসএসডি কার্ড এবং ১৩টি কম্পিউটার কেবল জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন আরও বলেন, আটকদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।