“প্রতিদিন এক কেজির বেশি গাঁজা বিভিন্ন আকারের পুঁটলি বানিয়ে স্থানীয় মাদকসেবিদের কাছে বিক্রি করত।”
Published : 31 Mar 2024, 09:55 PM
ঢাকার সাভারে আশুলিয়ায় ইফতারের পর সড়কে দাঁড়িয়ে গাঁজা বিক্রির সময় এক যুবককে হাতেনাতে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
তার কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ২৭ বছর বয়সী আলফাজ হোসেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ধানকোড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি বাসায় ভাড়া থেকে সে মাদকের ব্যবসা চালাত বলে পুলিশের ভাষ্য।
আশুলিয়া থানার এসআই আবুল হাসান জানান, রোববার দুপুরে আলফাজকে ঢাকার আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান।
এর আগে শনিবার ইফতারের পর গাঁজা বিক্রির সময় নরসিংহপুর এলাকার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পেছনে আঞ্চলিক সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এসআই বলছেন, “আলফাজ ইফতারের পর থেকে গাঁজা বিক্রি শুরু করে। প্রতিদিন এক কেজির বেশি গাঁজা বিভিন্ন আকারের পুঁটলি বানিয়ে স্থানীয় মাদকসেবিদের কাছে বিক্রি করত।
“গোপন খবরে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় তাকে হাতেনাতে ধরতে গেলে পালানোর চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয় নাই।”
তিনি বলেন, “এ সময় আলফাজের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজার পুটলি ও গাঁজা বিক্রির ১০ হাজার ৫৮০ টাকাও জব্দ করা হয়েছে।”
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করা হয়েছে জানান এসআই আবুল হাসান।