সিরাজগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত লাশ, স্বজনের দাবি ‘হত্যা’

পুলিশ বলছে, মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে; ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2022, 01:56 PM
Updated : 18 August 2022, 01:56 PM

সিরাজগঞ্জের এনায়েতপুরে শ্বশুরবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে ‘হত্যাকাণ্ড’ বলছে নিহতের পরিবার।

এনায়েতপুর থানাধীন ভাঙ্গাবাড়ি গ্রামে বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে ওসি আনিসুর রহমান জানান।

নিহত সাইদুল ইসলাম (৩৫) বারুপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

ওসি বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

সাইদুলের চাচি চম্পা খাতুন অভিযোগ করে বলেন, প্রায় ১২ বছর আগে ভাঙ্গাবাড়ির রায়হান আলীর মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে সাইদুলের বিয়ে হয়। দুটি সন্তান জন্মের পর সাইদুল মালয়েশিয়া চলে যায়। এরপর থেকে ফাতেমা বাবার বাড়িতে থাকতে শুরু করে। এক পর্যায়ে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

তিনি আরও বলেন, গত কোরবানির ঈদের আগে সাইদুল দেশে ফিরলে তারা আবার বিয়ে করে সংসার শুরু করে। ওই সময় থেকে সাইদুল শ্বশুর বাড়িতেই থাকতেন। তবে তাদের মধ্যে কলহ লেগেই থাকত।

তাকে হত্যা করে আম গাছের ডালে ঝুলিয়ে রেখেছে বলে চম্পা খাতুনের দাবি।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।