সিরাজগঞ্জে মঙ্গলবার ‘শহীদ এম মনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স’ উদ্বোধন ও জেলহত্যা দিবসের স্মরণসভা হয়।
Published : 01 Nov 2022, 11:38 PM
আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে বিএনপি বিজয়ের মাসকে কলঙ্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ মাঠে জাতীয় নেতা ‘শহীদ এম মনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স’ উদ্বোধন ও জেলহত্যা দিবসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্প্রতি নারায়ণগঞ্জে বিএনপির এক নেতা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১১ ডিসেম্বর দেশে ফিরবেন এবং সেদিন থেকেই তার ‘নির্দেশে দেশ চলবে’।
নয়া পল্টনে ব্যাপক জনসমাগম করতে চায় বিএনপি
বিএনপির সমালোচনা করে নানক বলেন, পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সামরিক জান্তা জেনারেল জিয়া ও মোস্তাকরা এক হয়ে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ৯ মাস মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় নেতাদের জেলখানার মধ্যে হত্যা করেছিল।
“এরপর একই কায়দায় জিয়া-এরশাদ-খালেদা জিয়া আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য দেশব্যাপী ওরা আমাদের নেতাকর্মীদের হাত-পা কেটেছে। বাড়িঘর লুট করেছে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছে। কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারেনি।
“বিএনপি এখন গণতন্ত্র এবং ভোটের কথা বলেন; যারা এক কোটি ২০ লাখ ভুয়া ভোটার বানিয়ে বিজয়ী হতে চেয়েছিল তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।”
আবার একটি যুদ্ধ হবে মন্তব্য করে তিনি বলেন, সেই যুদ্ধের মধ্য দিয়ে সব অপশক্তিকে নিশ্চিহ্ন করতে হবে। আওয়ামী লীগের ভাই বন্ধুদের সদা প্রস্তুত থাকতে হবে।
আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানান।
কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন দলের জেলা সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য ও কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার।
তারেক রহমান ১১ ডিসেম্বর দেশে ফিরবেন, বললেন বিএনপি নেতা
এর আগে দুপুরে কাজিপুর উপজেলা পরিষদের পূর্ব পাশে প্রায় সোয়া তিন কোটি টাকা ব্যয়ে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে উদ্বোধন করেন নানক।