Published : 28 May 2024, 03:59 PM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে।
তাকে গুরুতর অবস্থায় হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার আকন্দবাড়িয়া-জীবননগর সড়কের মোল্লাবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান।
আহত ৬৫ বছর বয়সী আব্দুল হান্নান উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
ওসি জাবীদ হাসান বলেন, “সকালে উথলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান একটি মোটরসাইকেলে করে দর্শনা থেকে উথলীর দিকে যাচ্ছিলেন। পথে পেছনে থেকে মোটরসাইকেলে আসা দুজন তাকে ধারাল অস্ত্র দিয়ে একটি কোপ মেরে মোটরসাইকেলে করেই পালিয়ে যায়।
“ঘটনার পর আহত ইউপি চেয়ারম্যান মোটরসাইকেল চালিয়ে উথলী ইউনিয়ন পরিষদের যান। সেখানে থাকা লোকজন প্রথমে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।”
খবর পেয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর আহত আব্দুল হান্নানকে দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যান।
হামলার কারণ জানা গেছে কী-না এমন প্রশ্নে এ পুলিশ কর্মকর্তা বলেন, “কারা অতর্কিতে পেছন থেকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইতোমধ্যেই গোয়েন্দা পুলিশও মাঠে নেমেছে।
“আহত আব্দুল হান্নানের আঘাত গুরুতর হওয়ায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় মামলা হয়নি।”