সহকারী কমিশনার (ভূমি) হাসান আলী বলেন, “স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর অভিযোগ মনগড়া।”
Published : 21 Dec 2023, 10:53 PM
মণিরামপুর উপজেলার এসি ল্যান্ড ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই প্রার্থী আরও বলেন, নৌকার প্রার্থীর সমর্থকরা তার কর্মীদের নির্বাচনি প্রচারে বাধা, ভয়ভীতি দেখাচ্ছে এবং হামলা করছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছান আলী এবং আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।
স্বপন ভট্টাচার্য এই আসনের টানা দুইবারের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। অপরদিকে ইয়াকুব আলী জেলা কৃষক লীগের সহসভাপতি।
সংবাদ সম্মেলনে ইয়াকুব আলী অভিযোগ করেন, “নির্বাচনি প্রচার জমে উঠতে না উঠতেই শুরু হয়েছে একের পর এক হামলা। নৌকার সমর্থকরা এসব হামলা করছে। চারদিনে ছয়টি ঘটনায় আমার অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।
“বুধবার রাতে উপজেলার কাশিমপুর এলাকায় আমার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলার সময় একাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি। আহত হয়েছেন আটজন।
ইয়াকুব আলী দাবি করেন, স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে এ হামলা হয়েছে। এ সময় ছয়টি মোটরসাইকেল, দুটি মাইক্রোবাস ও প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়।
এর আগে উপজেলার মদনপুর, রোহিতা, কুয়াদা এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।
বলেন, “প্রতিটি জায়গায় হামলার পর এসি ল্যান্ড হাসান আলী উপস্থিত হচ্ছেন। তিনি নৌকার সমর্থকদের জরিমানা না করে উল্টো যারা মার খাচ্ছে তাদেরকেই জরিমানা করছেন। এরই মধ্যে তিনি আমার একাধিক নেতা-কর্মীকে জরিমানা করেছেন; সেগুলো উদ্দেশ্যমূলক।
ইয়াকুব আলী এসি ল্যান্ডকে প্রত্যাহারের দাবি জানিয়ে আরও বলেন, এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় চরমপন্থিদের আনাগোনা বেড়েছে।
তবে সহকারী কমিশনার (ভূমি) হাসান আলী বলেন, “স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ মনগড়া। যারা আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদেরকেই জরিমানা করা হয়েছে। সেটা কোন দল সেটা বিবেচ্য বিষয় না। তার অভিযোগ মিথ্যা।”
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, “নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই স্বতন্ত্র প্রার্থীর এসব অভিযোগ। আমার বিরুদ্ধে ৫-৬টি অভিযোগ দিয়েছে। নির্বাচনে ছোটখাটো বিষয় নিয়ে কর্মীদের ঝামেলা হয়ই।
“স্বতন্ত্র প্রার্থী অরাজনীতিক লোক। আর আমি সুপ্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দলের প্রার্থী। আমার কোনো বাহিনী নেই যে তার কর্মীদের মারধর, ভাঙচুর করবে। ওনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা”, বলেন স্বপন।