পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
Published : 23 Dec 2024, 09:07 AM
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী-২ সেতুতে কার ও কভার্ড ভ্যানের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। ঘন কুয়াশার মধ্যে এ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
সোমবার ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার ওই সেতুতে এ ঘটনা ঘটে।
নিহত নারীন নাম পান্না বণিক (৩০)। আর আহতরা হলেন- দীপ্ত বণিক (২৩), শিল্পী ঘোষ (২৭), রুপা (৩৫), হিতিশা ঘোষ (১২) এবং চালক মাহফুজ মোল্লা (২৩)।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, প্রথমে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। তখনই পেছনে থাকা কভার্ড ভ্যান এসে কারটির সঙ্গে সংঘর্ষে জড়ায়।
হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে রোববার ভোরেও কুয়াশার মধ্যে এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। তাতে একজন নিহত হওয়ার পাশাপাশি আহত হনে অন্তত ১২ জন।