সন্ধ্যা সাড়ে ৭টায়ও ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলাতে তীব্র আকারে আগুন জ্বলতে দেখা গেছে৷
Published : 27 Aug 2024, 08:54 PM
দীর্ঘ ৩২ ঘণ্টার চেষ্টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ারস কারখানার ছয়তলা ভবনটিতে আগুন নেভানোর ঘোষণা দেওয়া হলেও আবারও সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।
রোববার দিনভর লুটপাটের পর রাতে কারখানাটিতে দেওয়া আগুন মঙ্গলবার ভোর ৫টার দিকে নেভানোর কথা জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
কিন্তু অতিরিক্ত তাপে বিকাল থেকে ছয় তলা ভবনটির কোথাও কোথাও আবার আগুন জ্বলতে শুরু করে। ধীরে ধীরে তা বাড়ছিল।
এই অবস্থায় সন্ধ্যা ৬টায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, “ভবনটির ভেতরে কয়েকটি স্থানে এখনও আগুন জ্বলছে৷ আমরা তা নেভাতে কাজ করছি৷ আগুন নেভানোর আগ পর্যন্ত ভবনটির ভেতরে প্রবেশ করা যাচ্ছে না৷
“তাছাড়া দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকার কারণে ভবনটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে৷ ফলে হতাহতের বিষয়ে খোঁজ করতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না৷”
সন্ধ্যা সাড়ে ৭টায়ও ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলাতে তীব্র আকারে আগুন জ্বলতে দেখা গেছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন৷
এদিকে, ভোরে আগুন নেভানোর পর দুপুরের দিকে ভবনটিতে উদ্ধার অভিযান চালানোর একটি পরিকল্পনা ছিল ফায়ার সার্ভিসের৷ এজন্য গণপূর্ত মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ দলও সেখানে গিয়েছিল।
কিন্তু প্রচণ্ড উত্তাপ ও কিছু অংশে আগুন জ্বলতে থাকার কারণে কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি৷ তারা ঢাকা ফিরে গেছেন। ফলে উদ্ধার অভিযানও শুরু করা যায়নি।
গণপূর্ত মন্ত্রণালয়ের দলের একজন প্রকৌশলী জানিয়েছেন, বুধবার তারা আবার এসে কারখানা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করবেন।