“আমার দাদু ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।”
Published : 21 Nov 2024, 08:58 PM
নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদী থেকে এক যুবকের এবং সড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর এলাকার আত্রাই নদী ও নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে মান্দা থানার ওসি মনসুর রহমান জানান।
নিহতরা হলেন-গোপালগঞ্জ জেলার সদর উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে শফিকুল ইসলাম বাবু (৩২) ও মান্দা উপজেলার কালিগ্রাম এলাকার রতন চন্দ্র মোদক (৬৩)।
লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শফিকুলের মা শেফালি বেগম বলেন, “আমার ছেলে ঢাকার গাবতলী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। গত সোমবার তার শ্বশুরবাড়ি পাবনা যাওয়ার কথা ছিল।
“দুইদিন ধরে তার মোবাইল ফোনটি বন্ধ পাচ্ছিলাম। দুপুরে মান্দা থানা পুলিশের মাধ্যমে ছেলের লাশ উদ্ধারের বিষয়টি জানতে পারি।”
নিহত রতনের নাতি বাঁধন কুমার মোদক বলেন, “আমার দাদু ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। দুপুরে তার লাশ উদ্ধারের খবর আসে।”
দুটি মরদেহ উদ্ধারের থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি মনসুর রহমান জানান।