শনিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
Published : 25 Dec 2023, 11:48 PM
মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ভোররাতে গাজীপুর থেকে বিল্লাল খান নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান।
বিল্লাল (৩০) কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটাবালী গ্রামের মোকলেস খানের ছেলে। তিনি লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য।
শুক্রবার রাতে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন এসকান্দার। সে সময় হামলাকারীরা তাকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
শনিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রোববার নিহতের ছেলে কিরণ খাঁ বাদী হয়ে কালকিনি থানায় ৩১ জনের নামে হত্যা মামলা করেন।
বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “দীর্ঘদিন এলাকার কোন্দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হওয়ায় এসকেনদার খাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া এসকেনদার ও বিল্লালদের মধ্যে এর আগে জমিজমা নিয়ে বিরোধ এবং মারামারির ঘটনায় একাধিক মামলাও হয়। আগের বিরোধকে কাজে লাগিয়ে এসকেনদারকে হত্যা করা হয়।
মাদারীপুরে হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর কর্মীর মৃত্যু
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা, আহত ১০
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা: ৫৭ জনকে আসামি
সন্ধ্যায় বিল্লালকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান পুলিশ সুপার।
মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপ। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তাহমিনা বেগম।