কুমিল্লায় পিকআপ চাপায় প্রাণ গেল দাদি-নাতির

দুর্ঘটনায় আহত অপর চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2022, 03:30 PM
Updated : 9 Sept 2022, 03:30 PM

কুমিল্লার দেবিদ্বারে পিকআপ ভ্যান চাপায় অটোরিকশার যাত্রী দাদি ও নাতি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও অন্তত চারজন।

শুক্রবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাইলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কামাল উদ্দিন।

নিহতরা হলেন দেবিদ্বার উপজেলার বারেরা এলাকার বজলুর রহমানের স্ত্রী হাজেরা বেগম (৫০) এবং তার নাতি আবির হোসেন (৬)।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের পরিদর্শক কামাল উদ্দিন জানান, সাইলচর এলাকায় সিলেটমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় কুমিল্লা অভিমুখী একটি পিকআপ ভ্যান। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়; দুই যানবহনই রাস্তার পাশে পড়ে যায়।

“এতে অটোরিকশার চালকসহ ছয়জন আহত হন। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অটোরিকশার যাত্রী দাদি ও নাতি মারা যায়।”

আহত অপর চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

পরিদর্শক কামাল জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান এবং অটোরিকশাটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। পিকআপের চালক বা হেলপার ঘটনার পরপরই তারা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।