সোমবার বিকাল তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।
Published : 08 May 2023, 07:24 PM
সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে তীব্র তাপ প্রবাহে চুয়াডাঙ্গায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
সোমবার বিকাল তিনটায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, শনিবার থেকে চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ চলছে। শনিবার ছিল মৃদু তাপপ্রবাহ। সেদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
“পরদিন রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। এই দুদিনই চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
“আজ বিকাল তিনটায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই ছিল রোদের তীব্রতা; ১০টার পর থেকে ঝাঁঝালো রোদে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন।”
দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ভ্যানচালক দেলোয়ার হোসেন বলেন, “রোদে কাজ করা যাচ্ছে না। মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। বাইরে কিছুতেই টিকতে পারছি না। বৃষ্টি হওয়া খুবই দরকার।”
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের এক কর্মকর্তা জানান, তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। হাসপাতালে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে।
আবহাওয়া অফিসের জামিনুর বলেন, তিনদিন ধরে মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা থাকবে আরও তিন থেকে চারদিন।
আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত এ অবস্থা থাকার পর বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে আবহাওয়া অফিসের এ কর্মকর্তা জানান।
আরও পড়ুন: