মামলায় সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে প্রধান আসামি করা হয়েছে।
Published : 30 Nov 2023, 08:35 PM
বিএনপির ডাকা অবরোধের আগের রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় দলটির দুই নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ৷
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, বুধবার রাতে তালতড়া পুলিশ ফাঁড়ির এসআই আসাদ মিয়া বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনও আসামি ।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে সোনারগাঁয়ের শিংলাবো এলাকায় এশিয়ান হাইওয়েতে টাইলসবোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালকের সহকারী দগ্ধ হন৷
সেদিন জেলা পুলিশের অতিরিক্ত সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, “উপজেলার মেঘনাঘাট থেকে টাইলস নিয়ে ট্রাকটি সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে পেট্রোল বোমা ছুড়লে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়।
নারায়ণগঞ্জে ট্রাকে আগুন, চালকের সহযোগী দগ্ধ
“সেসময় চালক দ্রুত নেমে যেতে পারলেও দগ্ধ হন তার সহযোগী সায়মন। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায় এবং দগ্ধ সায়মনকে হাসপাতালে পাঠায়।”
এ ঘটনায় আহত ২০ বছর বয়সী সায়মনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার দুই হাত পুড়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আসামিদের বিষয়ে জানতে চাইলে ওসি মাহবুব আলম বলেন, “গ্রেপ্তারের চেষ্টা চলছে৷”