২০ বছর বয়সী সায়মনের দুই হাত পুড়ে গেছে৷
Published : 29 Nov 2023, 01:54 AM
বিএনপির ডাকা অবরোধের আগের রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার শিংলাবো এলাকায় এশিয়ান হাইওয়েতে এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন ট্রাক চালকের সহযোগী মো. সায়মন।
জেলা পুলিশের অতিরিক্ত সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, উপজেলার মেঘনাঘাট থেকে টাইলস নিয়ে ট্রাকটি সিরাজগঞ্জ যাচ্ছিল।
“পথে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। চালক দ্রুততার সাথে নেমে যেতে সক্ষম হলেও দগ্ধ হন তার সহযোগী সায়মন।”
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায় এবং দগ্ধ সায়মনকে হাসপাতালে পাঠায়।
২০ বছর বয়সী সায়মনের দুই হাত পুড়ে গেছে৷ তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।